৯৯৯ নম্বরে কল পেয়ে কক্সবাজার সদর থানার নতুন জেলখানার পাশে স্কুলের মাঠ থেকে নবজাতক ও তার মাকে উদ্ধার করে পুলিশ। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজার সদর থানাধীন বাইপাস সড়কের নতুন জেলখানার পাশে একটি স্কুলের মাঠ থেকে এক নবজাতক ও তার মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে দুজনকে উদ্ধার করে।

৯৯৯-এ দায়িত্বরত ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার সদরের জেলখানার পাশে স্কুলের মাঠ থেকে মোর্শেদুর রহমান নামের একজন ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, ফজরের নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে মাঠে একজন মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতককে দেখেন। নবজাতক ও মা উভয়ই কান্না করছিল। তাঁদের শরীর থেকে রক্ত ছড়িয়ে পড়ছিল।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, কলটেকার সায়েম ‍উদ্দিন বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর থানায় জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে কক্সবাজার থানা পুলিশের একটি দল কলার মোর্শেদের সহায়তায় মা ও শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে মা ও শিশু উভয়ই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।