উদ্ধার হওয়া নবজাতক। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাস্তায় পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট সদরের কালীবাড়ি খাদ্যগুদামের সামনে থেকে ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি জানান, কে বা কারা পাশের রাস্তায় এক নবজাতককে ফেলে রেখে গেছে। ঠান্ডায় শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারকে জানানো হয়। সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। আনুমানিক এক দিন বয়সী মেয়েশিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটি সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।