উদ্ধার তৎপরতায় চালাচ্ছেন গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইয়ে আটকে পড়া এক মিস্ত্রির জীবন বাঁচিয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ভুক্তভোগীর নাম তানভীর (১৮)। তিনি পেশায় একজন এসি মেকানিক।

বুধবার (১৪ জুন) এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেটে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামত করতে এসে এক মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে মইয়ে আটকে পড়েছেন। তাঁকে উদ্ধারে সহযোগিতা প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিফাত মল্লিক জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।