স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করায় জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে দুই বখাটেকে ধরিয়ে দিয়েছেন এক স্কুলশিক্ষক।

নেত্রকোনার আটপাড়া থানা এলাকায় ২২ আগস্ট (সোমবার) দুপুরে ঘটনাটি ঘটেছে।

জাতীয় জরুরি সেবার মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট দুপুরে নেত্রকোনার আটপাড়া থানার একটি বিদ্যালয়ের শিক্ষক ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন বখাটে ছেলে উত্ত্যক্ত করেছে।

৯৯৯ থেকে তাৎক্ষণিক বিষয়টি আটপাড়া থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীপু (১৬) ও আল আমিন (১৭) নামের দুই উত্ত্যক্তকারীকে আটক করে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। দুই কিশোরের অভিভাবকেরা আদালতে হাজির হয়ে এ ধরনের অপরাধ তারা আর করবে না মর্মে মুচলেকা দেন। অভিযুক্তরা প্রাপ্তবয়স্ক না হওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।