জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে গোপালগঞ্জের মুকসুদপুর হাইওয়ে পুলিশ মধ্যরাতে বিকল মাইক্রোবাসের ১০ যাত্রীকে উদ্ধার করেছে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৬ আগস্ট) ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করে জানান, ঢাকা থেকে ১০ জনের একটি দল টুঙ্গিপাড়া ও বাগেরহাট ভ্রমণের উদ্দেশে রওনা দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল এবং খানজাহান আলীর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন। রাত ১০টার দিকে মুকসুদপুর থানাধীন দাসেরহাট এলাকায় তাঁদের মাইক্রোবাসটি বিকল হয়ে যায়। সেখান থেকে পেট্রলপাম্প প্রায় ৩ কিলোমিটার দূরে ছিল। এমন অবস্থায় তাঁদের সাহায্য প্রয়োজন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি মুকসুদপুর হাইওয়ে পুলিশকে জানায় জাতীয় জরুরি সেবার অপারেটর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের সহযোগিতায় মাইক্রোবাসটি পেট্রলপাম্পে নেওয়া হয়। পরে তাঁদেরকে ঢাকাগামী বাসে তুলে দেয় পুলিশ। নিরাপদে ঢাকায় পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।