জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল পেয়ে ‘ধর্ষণের’ পর মীমাংসার চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে কুষ্টিয়া সদর থানা-পুলিশ।

এ ঘটনায় ধর্ষণে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ নভেম্বর বিকেল সাড়ে চারটায় এক কলার কুষ্টিয়া সদর থানাধীন বারাদি কানাবিলের মোড় থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, সেখানে ১২ থেকে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী দুপুরে যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন ভুক্তভোগী শিশু, তার পরিবার ও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মীমাংসার চেষ্টা করছে।

কলার আরও জানান, তিনি আশঙ্কা করছেন, শিশুটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

ওই সময় কলার ৯৯৯-এর কাছে যথাযথ আইনি সহায়তার জন্য ফোন করেন।

৯৯৯ টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি কুষ্টিয়া সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে কুষ্টিয়া সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

কুষ্টিয়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শঙ্কর ৯৯৯কে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরাজ উদ্দীনকে (৫৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।