হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ) সাইবার ক্রাইম সেল দুটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আমির জাফর, বিপিএম এর নির্দেশনায় “সাইবার ক্রাইম সেল” এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সাইবার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে।

পরে ৮ এপিবিএনের অধিনায়ক প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।