কক্সবাজারের উখিয়ায় এমফিটামিনযুক্ত ইয়াবাসদৃশ বড়িসহ গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি: কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজারের উখিয়ায় ৮০০টি এমফিটামিনযুক্ত ইয়াবাসদৃশ বড়ি জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উ‌খিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৩ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশ ইন্সপেক্টর মো. মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো. কামরুল আলম, সঞ্জয় দত্ত, এএসআই হাসান মোরশেদ, সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে আলতাফ হোসাইনের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এফডিএমএন সদস্য আলতাফ হোসাইন (৪৮), হোস্ট কমিউনিটি সদস্য মো. আলম আলী মিয়া ও মো. সেলিমকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেক বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮০০টি এমফিটামিনযুক্ত ইয়াবাসদৃশ বড়ি জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে ‌উখিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।