হারানো মুঠোফোন উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের (অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি) অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইনটেলিজেন্স উইং) মো. মফিজুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট (অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি)-এর তৎপরতায় সিলেটে হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন দুই ব্যক্তি। ১৬ জুলাই (রোববার) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইনটেলিজেন্স উইং) মো. মফিজুল ইসলাম মুঠোফোন দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

৭ এপিবিএন, সিলেটের (অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি) ইন্টেলিজেন্স, সাইবার ও অপারেশন টিম জানায়, সিলেটের বিয়ানীবাজার থানায় গত ৪ এপ্রিল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানায় গত বছরের ২২ ডিসেম্বর দুই ব্যক্তি মুঠোফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ থেকে ১৫ জুলাই পর্যন্ত ৭ এপিবিএন অভিযান পরিচালনা করে হারানো মুঠোফোন দুটি উদ্ধার করে। এরপর ১৬ জুলাই দুপুর ১২টার দিকে মুঠোফোন দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইনটেলিজেন্স উইং) মো. মফিজুল ইসলাম।