রাজধানীর চারটি এলাকায় সোমবার অভিযান চালায় ১১ এপিবিএন। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর এয়ারপোর্ট, র‍্যাডিসন, জসীমউদ্দীন ও আবদুল্লাহপুর এলাকায় সোমবার সকাল ১০টায় টহল অভিযান চালিয়েছে ১১ এপিবিএন।

এসব অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১১ এপিবিএনের এসআই (নিঃ) তাসলিমা বেগমের নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ৩টি মামলা হয়। যাতে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই (নিঃ) শাহিন আক্তার কনার নেতৃত্বে জসীমউদ্দীন এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(২) ধারায় ডিএমপির সহযোগিতায় ২টি মামলা হয়। যাতে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই (নিঃ) রোজিনা আক্তারের নেতৃত্বে আবদুল্লাহপুর এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ও ৯২(২) ধারায় ডিএমপির সহযোগিতায় ২টি মামলা হয়। যাতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এএসআই (নিঃ) রোকসানা খাতুনের নেতৃত্বে র‍্যাডিসন এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ও ৯২(২) ধারায় ডিএমপির সহযোগিতায় ৩টি মামলা হয়। যাতে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।