১৬ এপিবিএনের হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকে অভিযান চালিয়ে
৩ রোহিঙ্গা শরণার্থীকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১৪৬টি তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), সি/২ ব্লকের আব্দুর শুক্কুরের ছেলে অজিওর রহমান (১৮) ও বি/৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিব (১৭)।