কুড়িগ্রাম পরিদর্শনে ৭৫তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ প্রশিক্ষণার্থী কর্মকর্তা। ছবি: বাংলাদেশ পুলিশ

৭৫তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ প্রশিক্ষণার্থী কর্মকর্তা ৩ জুলাই (সোমবার) কোর্সের অংশ হিসেবে মাঠ সমীক্ষা কার্যক্রমে কুড়িগ্রাম পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের স্বাগত জানান কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ (সুপার প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কুড়িগ্রামের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে পরিচয়পর্ব শেষে কুড়িগ্রাম জেলা সম্পর্কে এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত জানান পুলিশ সুপার। এ ছাড়া তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

কুড়িগ্রামের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোচনা অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে যাওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা সহকারী পুলিশ সুপার মো. ঝন্টু আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির, সহকারী কর কমিশনার মো. শরীফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লক্ষ্মণ চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মো. লিটন মিয়া, সহকারী কমিশনার মো. ফজলে রাব্বি, সহকারী মহাহিসাবরক্ষক মো. মহসীন আলী, সহকারী প্রকৌশলী (বাংলাদেশ রেলওয়ে) মো. রেজওয়ান উল-ইসলাম, সহকারী প্রকৌশলী (গণপূর্ত ইইম বিভাগ) মো. সাকিলুর রহমান এবং সহকারী কমিশনার আসিবুল হক।