পুলিশি হেফাজতে আসামিদের কয়েকজন। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, কুড়িগ্রাম সদরে জি আর পরোয়ানাভুক্ত দুজন ও কচাকাটায় একজন; রাজারহাটে সি আর পরোয়ানাভুক্ত দুজন; নিয়মিত মামলায় রাজারহাটে একজন, উলিপুরে একজন, নাগেশ্বরীতে একজন, চিলমারীতে দুজন, রাজিবপুরে ১৬ জন ও কচাকাটায় একজন এবং আগের মামলায় উলিপুরে একজন, নাগেশ্বরীতে একজন, ভূরুঙ্গামারীতে একজন ও ঢুষমারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।