কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। বুধবার (১৬ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারায় মেসিরা।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এ নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ৯১টি গোল হলো মেসির। ডি মারিয়া দিয়েছেন দুই গোল। বাকি গোল দুটি এসেছে জুলিয়ান আলভারেজ ও কার্লোস জোয়াকুইন কোরেয়ার পা থেকে।

এই জয়ের ফলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। এর ঘণ্টাখানেক পরেই আলবেসেলেস্তারা কাতারে পৌঁছায়।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে গ্রুপ-সিতে বিশ্বকাপ মিশন শুরু করবে। এই গ্রুপে অপর দুই দল হলো মেক্সিকো ও পোল্যান্ড।