রেফারির সঙ্গে কথা বলছেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এ ম্যাচে মোট ১৬টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ। আর তাতেই ক্ষেপেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে নেদারল্যান্ডসকে বিতর্কিত ফ্রি কিক উপহার দেন রেফারি। ফ্রি কিক থেকে গোল করে সমতায় ফেরে ডাচরা।

এই ফ্রি-কিকের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে মেসি বলেন, ‘তারা যখন সমতায় ফিরল, তখন আমার খুব রাগ হয়েছিল। আমি রেফারির সঙ্গে কথা বলতে চাইনি। আমি জানি সবাই দেখেছে কী ঘটেছে। ফিফা এখন বিষয়টি পর্যালোচনা করবে বলে আমি মনে করি। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেওয়াটা সঠিক হয়নি বলেই আমি মনে করি। তারা তাদের দায়িত্ব মোটেই সঠিকভাবে পালন করেনি। আমরাও ভালো খেলিনি। আর সেই সুযোগে রেফারি ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়। পুরো ম্যাচেই রেফারি আমাদের বিপক্ষে ছিল। সবশেষ ফ্রি-কিকটি মোটেই ফাউল ছিল না।’