তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান করার কীর্তি গড়লেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। খবর বাসসের।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার পর্বে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) এ কীর্তি গড়েন তিনি।

ঝোড়ো গতিতে ব্যাট করে ৭৭ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম। এর মধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি। শেষ পর্যন্ত ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তামিম।

আর এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন তামিম। ২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮ দশমিক ৩৬ গড়ে এখন ১০ হাজার ১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ সেঞ্চুরিও করেছেন তামিম।

বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচের ২৯৭ ইনিংসে ৯ হাজার ৭৭৬ রান করেছেন মুশফিক।