লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লিওনেল মেসি। প্রাণের ক্লাব ছেড়ে চলতি মৌসুমে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। তবে যে ক্লাব মেসিকে এত কিছু দিয়েছে, সেই ক্লাবকে কি এত সহজে ভোলা যায়? আর তাই বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন, তিনি আবার তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। অবসরের পর ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে কাজ করার ইচ্ছা তাঁর।

‘হ্যাঁ, আমি সব সময় বলেছি যে আমি যেভাবেই হোক ক্লাবকে সাহায্য করতে ফিরে আসতে চাই’, বলেন লিও।

এবারের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। কাতালান ক্লাব ছাড়ার কয়েক মাসের মধ্যেই মেসি ক্লাবটির প্রতি ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করলেন।

মেসি আরও বলেন, ‘ক্লাবটির ভালো করায় আমি দরকারি হতে চাই এবং সাহায্য করতে চাই। আমি টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই, কিন্তু আমি জানি না এটা বার্সেলোনায় হবে কি না।’

‘আমি যা পারি, তা ক্লাবকে দিতে ফিরে আসতে চাই। কারণ, আমি বার্সেলোনাকে ভালোবাসি। আমি তাদের ভালো করায়, এগিয়ে যাওয়ায় এবং বিশ্বের সেরাদের মধ্যে থাকায় অবদান রাখতে চাই’, বলেন মেসি।