ভেজালবিরোধী অভিযান চালাচ্ছে ৫ এপিবিএন ও বিএসটিআই। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর মগবাজারের সামসউদ্দিন মেনশনে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্যের গুণগত মানের সনদ ও মোড়কজাত করার লাইসেন্স না থাকায় একটি প্রসাধনসামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও মামলা করে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

জরিমানার পরিমাণ ১ লাখ ২৫ হাজার টাকা। আর মামলা করা হয়েছে ২০১৮ সালের বিএসটিআই আইনের ১৫ ও ২৭ এবং ২৪ ও ৪১ ধারায়।