ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অতিক্রম করার সময় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বালুবাহী একটি নৌযান বঙ্গোপসাগরে ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার রাত ১১টার পর মিরসরাই উপজেলার আবু তোরাব বাজারের পশ্চিমে বঙ্গবন্ধু শিল্পনগর-সংলগ্ন বঙ্গোপসাগরের ৩ নম্বর স্লুইসগেট এলাকায় ‘বাল্কহেড’টি ডুবে যায়।

মিরসরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, রাতে ঝড়ের সময় বালুবাহী নৌযানটি সাগরে উল্টে যায়। নৌযানে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হারুন পাশা বলেন, ‘ডুবুরি দলসহ আমরা মাত্রই ঘটনাস্থলে পৌঁছালাম। এখন ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করবেন।’

নিখোঁজ নাবিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় সব ধরনের নৌযানকে উপকূলের কাছে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল। সোমবার সকালে বন্দরে বিপৎসংকেত জারি করা হলে জেটিতে থাকা সব জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

ভারী বর্ষণ আর জলোচ্ছ্বাস নিয়ে সোমবার সন্ধ্যায় ভোলার কাছ দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। সে সময় দমকা হওয়ায় অসংখ্য গাছ ভেঙে পড়ে এবং দক্ষিণের বহু জেলা বিদ্যুৎহীন হয়ে যায়।