প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিট।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন থানা এলাকা থেকে ফোনটি উদ্ধার করা হয়।

৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মোস্তফা হারুন জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় গত ৬ জানুয়ারি উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী হীরা জান্নাত মুক্তা (২৮)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এপিবিএনের সঙ্গে যোগাযোগ করলে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ফোনটি উদ্ধার করা হয়। এরপর ফোনটি তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।