তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেবলমাত্র একটি প্রদেশেই ধসে পড়েছে ৩৪টি ভবন।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, দেশটির মধ্যাঞ্চলে ৬ ফেব্রুয়ারি (সোমবার) স্থানীয় সময় ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ানতেপ প্রদেশে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে মধ্য-দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপের শহর নুরদায়ির ২৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে। এর মধ্যে গাজিয়ানতেপেই রিখটার স্কেলে ৬ দশমিক ৭ ও ৫ দশমিক ৬ মাত্রার দুটি কম্পন অনুভূত হয়।

বিবিসি জানায়, ভূমিকম্পে কেঁপেছে রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহর ও এলাকাও। বিভিন্ন এলাকায় বহু ভবন ধসের খবর পাওয়া যাচ্ছে।