ডিবি মতিঝিলের অভিযানে উদ্ধার হওয়া গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল মিয়া, মনির, জলিল হোসেন, শফিকুল ইসলাম ওরফে পূনম ও ইমরান হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, বিজয়নগরের জাতীয় স্কাউট ভবনের সামনে কিছু ব্যক্তি প্রাইভেট কারে গাঁজাসহ অবস্থান করছে বলে খবর আসে। সেই খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁদের বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ওই সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১১-৮৫৫২) জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের নামে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।