ডিবি উত্তরা বিভাগের অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিল। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. জামাল নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কিছু ব্যক্তি পুরানা পল্টন এলাকায় মাদক বেচাকেনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে পুরানা পল্টনের লাইন ট্রেডেন্ট টাওয়ারের সামনে থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জামাল নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

সহকারী কমিশনার আরও জানান, গ্রেপ্তারকৃত জামাল নারায়ণগঞ্জ থেকে ফেনসিডিল কিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। তাঁর নামে ডিএমপির পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।