সরিষাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার সংঘবদ্ধ চোর চক্রের চার নারী সদস্য। ছবি: পুলিশ নিউজ

জামালপুরের সরিষাবাড়ী থানার অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে অভিনব কায়দায় চুরি হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মোছাম্মৎ নাজমা (২৫) নামের এক নারী সোনালী ব্যাংকের সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বের হন। ওই সময় সোনালী ব্যাংক সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন চোর চক্রের চার নারী সদস্য। তাঁরা নাজমার সঙ্গে একই অটোতে ওঠে দুই পাশে বসে ভ্যানেটি ব্যাগের চেইন খুলে উত্তোলনকৃত ৫০ হাজার টাকা সুকৌশলে চুরি করেন। পরে দিগপাইতের দিকে চলে যেতে থাকেন।

ভুক্তভোগী সরিষাবাড়ী থানায় খবর দিলে দ্রুত পৌঁছে করগ্রাম দিগপাইতগামী পাকা রাস্তার ওপর থেকে সংঘবদ্ধ চোর চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। চোর চক্রের কাছ থেকে ভুক্তভোগী অভিনব কায়দায় চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে।