ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের মিঠামইন থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ১০০টি ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মিঠামইন থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শহীদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম নিয়ে ২১ জানুয়ারি রাত ৮টার দিকে মিঠামইন থানাধীন ৬নং কেওয়ারজোড় ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শান্তি রঞ্জন চক্রবর্তী ও শৈলেন চন্দ্র দাস (৪৪) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজতে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি রাত সোয়া ৯টার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন করগাঁও বাসস্ট্যান্ড বিওসির মোড়-সংলগ্ন ওয়াহিদ ট্রাক্টর সার্ভিসিং সেন্টারের পাশে অভিযান পরিচালনা করে আমিনুল হক (২০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে এবং আসামির হেফাজতে থাকা ১০০টি ইয়াবা জব্দ করে।

এ ২টি ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।