নেত্রকোনা মডেল থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

অটোরিকশাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। রোববার (২১ জানুয়ারি) নেত্রকোনা পৌরসভার রাজুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন ফরিদপুর জেলার শিবরামপুর মাদারডাঙ্গী এলাকার ইলিয়াস কাজীর ছেলে আবুল বাশার জয় কাজী (২২)।

জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালামের তত্ত্বাবধানে এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাজুর বাজার এলাকায় চেকপোস্ট ডিউটি করছিলেন। চেকপোস্ট ডিউটির সময় একটি অটোরিকশাকে সিগন্যাল দিলে চালক রাস্তায় অটো রেখে পালানোর চেষ্টা করেন। তখন অটোচালক রাজুর বাজার মোড়-সংলগ্ন খালের পানিতে লাফ দেন। তখন পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় নেশাজাতীয় ওষুধ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি জানান, রোববার ময়মসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কৌশলে একজন অটোচালককে নেশাজাতীয় ওষুধ খাইয়ে তাঁকে অজ্ঞান করে অটো নিয়ে নেত্রকোনা চলে আসেন। তাঁর দেওয়া তথ্যমতে ঈশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করা হইলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।