মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর দ্য ডেইলি স্টারের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিক যাঁদের বয়স ১২ বছরের বেশি, তাঁদের সবাইকে টিকা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি। কিন্তু আমরা খুব বেশি সাড়া পাচ্ছি না। এখন পর্যন্ত খুবই কমসংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। তাই এখন থেকে ৪০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ। আমাদের হাতে ৯ কোটি টিকা রয়েছে।’