প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিদর্শক ও উপপরিদর্শকদের জন্য চার দিনব্যাপী মানবসম্পদ উন্নয়ন ও অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। পুলিশ সদস্যদের অধিকতর চৌকস হিসেবে গড়ে তোলাই এই প্রশিক্ষণের লক্ষ্য।

সোমবার (১৬ মে) সকালে যশোর পুলিশ লাইনস কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া পুলিশ সদস্যদের মনোযোগ দিয়ে কোর্স শেষ করার অনুরোধ জানান যশোর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রেশমা শারমিন।

তিনি বলেন, এই কোর্স আমাদের কর্মজীবনকে আরও বেশি চৌকস করবে।

পরবর্তী সময়ে তিনি ’জেন্ডার ডিসক্রিমিনেশন ইকুয়্যালটি অ্যান্ড ইকুইটি’ বিষয়ে ক্লাস নেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।