রাজধানীর উত্তরা থেকে আশুলিয়ার সড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য চালকদের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ সংক্রান্তে বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় পুলিশের এক বার্তায় বলা হয়, ঢাকা-আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ির ধীরগতি এবং প্রচণ্ড যানজট হচ্ছে। উক্ত রাস্তা ব্যবহারকারীদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তরা) সাইফুল হক জানান, ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সরাতে সকাল সাড়ে ৯টা বেজে যায়।

এতে দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল সম্ভব না হওয়ায় দুই দিকেই গাড়ির জট লেগে গেছে। ঢাকা জেলা পুলিশ এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।