কয়েক দিনের ভ্যাপসা গরম কাটিয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। খবর প্রথম আলোর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বুধবার (৬ জুলাই) বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য।

তিনি আরও বলেন, ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে।

ওমর ফারুক বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।