পুলিশ হেডকোয়ার্টার্সে আজ বুধবার ‘৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের করণীয়’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনোভেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিকম ভবনের হল অব অনার কনফারেন্স রুমে সকাল সাড়ে দশটায় এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মো. রুহুল আমিন, বিপিএম, ডিআইজি (ওয়েলফেয়ার) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. বি. এম. মাইনুল হোসাইন, সহযোগী অধ্যাপক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সামগ্রিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন এআইজি মো. মনিরুজ্জামান (ইনোভেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস)।