মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত

মিসরে তিন হাজারের বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বুধবার (২৮ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তারা এ তথ্য জানান। খবর সমকালের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত তিন হাজার ২৭৩ জনকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছেন।

রমজানের শেষ দিকে ঈদ উদযাপনে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার রীতি দেশটিতে নতুন নয়।

দেশটিতে অধিকারকর্মীরা হাজার হাজার রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে। যাঁদের আল-সিসি ২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকে বন্দি করে রেখেছেন।

অ্যারাবিক নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস ইনফরমেশনের তথ্যমতে, ২০২১ সালের মার্চ পর্যন্ত মিসরে বন্দির সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। তাঁদের মধ্যে প্রায় ৬৫ হাজারের মতো রাজনৈতিক বন্দি। যাঁদের মধ্যে ২৬ হাজার জনকে বিচারবহির্ভূতভাবে বন্দি করে রাখা হয়েছে।