হারানো ফোন ও টাকা মালিকদের হস্তান্তর করেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ৩২টি মোবাইল ফোন, ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ১ লাখ ৬৫ হাজার টাকা এবং ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মেঘলা, বান্দরবান ইউনিট।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এসব ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

২ এপিবিএন জানায়, মোবাইল ফোন হারানো, ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়া এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে এসব ফোন, টাকা ও অ্যাকাউন্ট উদ্ধার করে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল। হারানো ফোন ও টাকা পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ এপিবিএনের মেঘলা, বান্দরবান ইউনিটের ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মো. আশরাফুল আলম এবং ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মো. রবিউল করিম সিকদার।