প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোন হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অভিযান চালিয়ে ৯টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে।

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় এ ব্যাটালিয়নের সাইবার টিম বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডির ভিত্তিতে
এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় মোট ৯টি মোবাইল ফোন উদ্ধার করে।

পরে ১৯ নভেম্বর ২ এপিবিএনের অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে উদ্ধার করা ৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় এ ব্যাটালিয়নের বিকিউএম (অতিরিক্ত পুলিশ সুপার), পুলিশ পরিদর্শক (নি.), অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স এবং এএসআই (নি.) সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন।