বরিশালের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: পুলিশ নিউজ

বরিশালের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২৭ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় একাধিক শিফটে অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২৭ লাখ ২২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে ৪৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

অভিযানকালে আটক দুজনের নামে হাইমচর থানায় মৎস্য আইনে মামলা করা হয়। ১৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত একটি নৌকা ফাঁড়ি হেফাজতে রয়েছে।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর মাছগুলো অসহায়দের মধ্যে বণ্টন করা হয়।