পটিয়া থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার প্রতারক। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও গিনি হাউস নামে একটি স্বর্ণের দোকান থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া রাসেল (৩৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার (২৫ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণগুলো তিনি বিভিন্ন জুয়েলারির দোকানে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে বিক্রি করে। তাঁর দেওয়া তথ্যে, উল্লাপাড়ার অন্নপূর্ণা জুয়েলার্স থেকে ৪ ভরি ১৪ আনা ও নারায়ণগঞ্জের কালীর বাজারের পিকে জুয়েলার্স থেকে ১২ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর গত বুধবার (২৬ জুলাই) পটিয়া থানা-পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

পটিয়া থানার পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে প্রতারক রাসেলকে গ্রেপ্তার করে। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি ইউপির টিএন্ডটি মোড় এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।