পুলিশের হেফাজতে গ্রেপ্তার রহিমা আক্তার। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালী জেলার সুধারাম থানাপুলিশ ২৬ বছর আগে সোলায়মান মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে।

১৯৯৭ সালে নোয়াখালীর সুধারাম থানাধীন চন্দ্রপুর নীলকুঠি এলাকায় সোলায়মান মুহুরীকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সোলায়মান মুহুরীর স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা সোলায়মান মুহুরী হত্যার সঙ্গে মামলার বাদী নিজেই জড়িত প্রমাণ পেয়ে রহিমা আক্তারকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে রহিমা জামিন নিয়ে পলাতক হন। বিজ্ঞ আদালত বিচার শেষে রহিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রহিমা দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ২৭ জুলাই নিজ এলাকায় এলে সুধারাম থানার এস আই আবু তালেব নোয়াখালী পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

বিধি মোতাবেক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।