আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার দুজন। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশের ফুটপাতে দোকান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র‌্যাব-৪। তাঁদের বিরুদ্ধে আশুলিয়া থানায় এক ভুক্তভোগী দোকানি মামলা করলে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর থানার শীধলা গ্রামের মাসুদ রানা (৪২) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জের গ্রামের দুলাল (৪০)। তাঁরা আশুলিয়ার নবীনগর এলাকার আশপাশে থাকেন।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে তাঁদের আটক করে র‌্যাব। ওই সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ছয় হাজার টাকা জব্দ করা হয়। একই মামলায় ইকবাল হোসেন রতন ও সজীব নামে আরও দুই আসামি পলাতক রয়েছেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, ফুটপাতে চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।