জব্দ করা মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের প্রধান মো. মেহেরাজকে (২১) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল জব্দ করা হয়। গত মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় স্টেশন রোড ফুটওভারব্রিজের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর দৈনিক পূর্বকোণের।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, ‌‘মঙ্গলবার রাতে টহল ডিউটি করার সময় স্টেশন রোড ফুটওভারব্রিজের নিচ থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।’

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মেহেরাজ জানান, নগরীর বিভিন্ন এলাকায় চুরি এবং ছিনতাই যাওয়া মোবাইলগুলো স্বল্প দামে চোরদের কাছ থেকে কিনে বেশি দামে বিক্রির জন্য ওই জায়গায় অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।