তুরস্কের প্রতিনিধিদলের দুই সদস্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে এক ছাত্রী। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে তুরস্কের প্রতিনিধিদল। দলটির সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৬ পরিদর্শন করে দলটি।

প্রতিনিধিদলের দুই সদস্য হলেন তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই রামিস সেন এবং তুর্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অ্যাজেন্সির ভাইস প্রেসিডেন্ট উমিত নাচি ইউরুলমাজ।

তাঁরা ক্যাম্পের তিনটি স্কুল পরিদর্শন করেন। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় প্রতিনিধিদলটি।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বে ছিল ১৪ এপিবিএন। প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।