১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেফাজতে মাদক ব্যবসায়ী। ছবি: বাংলাদেশ পুলিশ

৫০টি গোলাপি রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১১ মে) রাতে ১২ এপিবিএনের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে।

জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে ১২ এপিবিএনের ইন্টেলিজেন্স টিমের সদস্যরা সংবাদ দেয়, ঢাকার তুরাগ থানাধীন উত্তরা বৌবাজারে জিয়া ফার্মেসির সামনে একজন মাদক ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনা করছে। তাৎক্ষণিক ব্যাটালিয়নের অপারেশন টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক বদরুল আলম তালুকদার, পুলিশ পরিদর্শক রনজিত কুমার বড়ুয়া ও পুলিশ পরিদর্শক (শহর ও যান.) মো. তৌহিদুজ্জামান সঙ্গীয় অফিসার, ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আবু রায়হান (২৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া এলাকার মৃত শহিদুল গাজীর ছেলে। তিনি ঢাকার সাভারের বিরুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন। এ সময় আসামির কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়।