ইনভেস্টিগেশন রিফ্রেশার্স কোর্সের সনদপত্র বিতরণ করছেন টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় পিটিসি টাঙ্গাইলের এফপিইউ গ্যালারিতে বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণল কোর্সের অংশ হিসেবে উপপরিদর্শকদের (এসআই) Investigation Refreshers Course For Sub Inspector (UB) Batch ১৬ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া আফরোজ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল আউয়াল সরদার, টাঙ্গাইল পিটিসির সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. আনোয়ারুল আজমসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রধান অতিথি পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদানসহ সবার মাঝে সনদপত্র বিতরণ করেন। এ কোর্সে মোট ৪০ জন এসআই অংশগ্রহণ করেন।