কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কিলারসহ তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২৯ মার্চ) রাতে উখিয়া উপজেলার ১ নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লক থেকে তাঁদের গ্রেপ্তার করে ১৪ এপিবিএনের মধুরছড়া ক্যাম্প পুলিশ।

আসামিরা হলেন আরসার শীর্ষ কিলার নূর কাদের, আরসার (আল ইয়াকিন) জিম্মাদার আইয়ুব (২৭) ও নূর সালাম (২৬)। আসামি নূর কাদের মিয়ানমারে বাককুল্লাহ এবং আরসায় আকিম নামে পরিচিত।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আরসার শীর্ষ সন্ত্রাসী মৌলভী আকিজের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন আসামি নূর কাদের। তাঁর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের বেশির ভাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়।