হারানো মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা-পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা ভবনে এসব ফোন হস্তান্তর করেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

পুলিশ জানায়, তথ্য ও প্রযুক্তির সহায়তায় খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ ইমরান; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহম্মেদ চৌধুরী; সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মমতাজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।