রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন ইন্টারপোলের প্রতিনিধি। ছবি: বাংলাদেশ পুলিশ।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের একজন প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আজ ৩০ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ইন্টারপোলের প্রজেক্ট সটেরিয়ার ক্রিমিনাল ইন্টেলিজেন্স অফিসার ক্লিন্ট অসলি উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের রোহিঙ্গা ক্যাম্প-৭ পরিদর্শন করেন।

প্রতিনিধির সঙ্গে উপস্থিত ছিলেন ১৪ এপিবিএনের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, বালুর মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের
মো. ফয়েজ আহমদ ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার কবির হোসেন।

ইন্টারপোলের প্রতিনিধি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্প এলাকায় পুলিশের শৃঙ্খলার নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। তিনি পুলিশকে ভালো কাজ করার উৎসাহ দেন এবং পুলিশের থাকার জায়গার পরিবেশের মান উন্নয়ন ও প্রতিটি পুলিশ ক্যাম্পে মহিলা পুলিশ রাখার পরামর্শ দেন।