জয়কলস হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে জব্দ করা চিনি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা-পুলিশের অভিযানে ৭ হাজার কেজি চিনি (৫০ কেজির ১৪০ বস্তা) জব্দ করেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বটেরখাল এলাকা থেকে এসব চিনির বস্তা জব্দ করা হয়।

জানা যায়, আজ রোববার সকাল ৬টার দিকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বটেরখাল এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিএনপির ডাকা হরতালে ডিউটি পালন করছিল জয়কলস হাইওয়ে থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা খবর পান, ত্রিপল দিয়ে বাঁধা একটি ট্রাকে ভারতীয় চিনি আছে।

পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ১৪০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জয়কলস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী জব্দ করেন। জব্দ করা চিনি থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।