বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: বাংলাদেশ পুলিশ

কেএমপির (খুলনা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে (বিপিএম-সেবা) ঢাকা হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ কমিশনার তাসলিমা খাতুন। ছবি: বাংলাদেশ পুলিশ

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় কেএমপির পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে এ উপলক্ষে মো. মাসুদুর রহমান ভূঞাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনারের কেএমপিতে অবস্থানকালীন কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন এবং পুলিশ কমিশনার কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

কেএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করেন সহকর্মীরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম (পিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কেএমপির কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ পুলিশ

আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ওসিসহ কেএমপির সব পদমর্যাদার কর্মকর্তা।
কেএমপি কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করছেন সহকর্মীরা। ছবি: বাংলাদেশ পুলিশ