উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানের নির্দেশনায় সাইবার টিম আধুনিক তথ্য ও প্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১১২টি মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার করা মোবাইল ফোনগুলো মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আজ ২৯ জানুয়ারি বেলা ১১টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।