পুলিশের হেফাজতে গ্রেপ্তার চোরাকারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ কেজি ভারতীয় চিনি, একটি পিকআপ ভ্যানসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

ছাতক থানার এসআই মো. সিকান্দর আলীসহ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম ২৮ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন দোয়ারাবাজার থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত ছাতক থানার পূর্ব নোয়ারাই গ্রামের মো. এলাইছ মিয়াকে (২৪) আটক করা হয়। তাঁর কাছে থাকা ১টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩ হাজার ৪০০ কেজি (৬৮ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

উদ্ধার ভারতীয় চিনির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তার আসামি ভারতীয় চিনি আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাঁর বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।