আটক রোহিঙ্গারা। ছবি : সমকাল

কক্সবাজারের পেকুয়ায় ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। খবর সমকালের।

আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪, ২০ ও ২২ নং স্টেশনের সদস্য। তাঁরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

জানা যায়, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার থেকে আতরআলী পাড়া সড়কের নির্মাণকাজ চলছে। এক সপ্তাহ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণকাজ শুরু হয়। ওই সড়ক নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল। আটক রোহিঙ্গা নাগরিকেরা অল্প বেতনে শ্রমিক হিসেবে সেখানে কাজ করছেন শুরু থেকে।

উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, ১১ রোহিঙ্গা আটকের খবর শুনেছি। তবে প্রকল্পে রোহিঙ্গারা কাজ করেন, এটা জানতাম না।

পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।